Description
“Brishti Namer Meye” is a collection of poems. The book gives hope to broken souls who once thought that they have met their soul mate.
- Item Weight : 135 g
- ISBN-10 : 819471417X
- ISBN-13 : 978-81-947141-7-0
- Paperback : 80 pages
- Product Dimensions : 14 x 0.5 x 21.5 cm
- Publisher : M/S LaughaLaughi
- Language: : Bengali
Author’s Note
“যে শহরে রোজ বৃষ্টি নামে, তাকে তুমি নতুন করে আর কী মনখারাপ শেখাবে?”
“একদলা মেঘ মনখারাপে বৃষ্টি হতে পারতো, চোখ ভুলেছে কান্না যেদিন, রুমাল হলো ব্রাত্য।”
“আমি শুধু চাই আবারও একদিন বৃষ্টি নামুক, বৃষ্টি (Brishti) নামুক প্রত্যেকটা শুকিয়ে যাওয়া সম্পর্কের শরীর বেয়ে, বদলে যাওয়া মুখগুলো, নতুন করে শিখে নিক ভালোবাসা।”
___________________________
আমি আন্ডারডগ ট্যাগটা নিজেকে দিতে খুব ভালোবাসি। মানে লোকজন সামনে এসে বলে, “ছেলেটা ট্যালেন্টেড… কতো গুণ… কী ভালো লেখে… কী ভালো আঁকে…”
অথচ কোনো কাজই সেভাবে প্রচার পাওয়ার আগে হারিয়ে যায়। বই প্রকাশের ক্ষেত্রে রিজেকশন, মোটা টাকা ডিমান্ড, বাজে ব্যাবহার… চেনা সার্কেলের লোকজনের ব্র্যান্ডপ্রীতি; “আরে ও তো চেনাজানা, ছেলেটা ভালো লেখে, কিন্তু ওর বই কেন কিনবো?” গেঁয়ো যোগী এখানে কখনো ভিখ পায়নি, পায়না, পাবেনা। কোথাও একটা দিনের শেষে স্বপ্ন দেখা আই শ্যাল ওভারকাম। আসলে গ্রুপিজম, নেপোটিজম শুধুমাত্র বলিউডের একচ্ছত্র ব্যাপার নয়।
আমার গায়ে কোনোদিন কলকাতার ট্যাগ ছিলো না। শুনতে হয়েছে “উঠতে গেলে কলকাতায় গিয়ে থিতু হতে হয়। উত্তরবঙ্গে থেকে কিসসু হয়না!”
আমি স্বপ্ন দেখতাম, আমি শুধুমাত্র কলকাতা বা কোচবিহারের কবি/লেখক হবো না; আমি বাংলা সাহিত্যের একজন হবো।
প্রথমে লিটিল ম্যাগাজিনে লেখা শুরু করলাম। সবাই বলল “ইঞ্জিনিয়ারিং পড়ে সাহিত্য কেন? তাহলে তো বাংলা নিয়েই পড়তে পারতে…”
প্রথমবার জেলা বইমেলায় কবিতাপাঠে উঠে শুনতে হয়েছিলো “বাচ্চাদের মতো লেখা!” তবু ওই লিটিল ম্যাগাজিনে শুরুটা আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে৷ তারপর কমার্শিয়াল ম্যাগাজিনে লেখালিখির চেষ্টা। আবার রিজেকশন। ভেঙে পড়েছিলাম। মুচড়ে যাই নি।
আমি বস্তুত বইপোকা। স্বপ্ন ছিলো যাদের লেখা বই একসময় লাইন দিয়ে কিনেছি, তাদের সাথে একমলাটে আমার লেখা বেরোবে একদিন। ২০১৭ সালে সেটাই হলো। “কিশোর ভারতী”-তে লেখা ছাপলো। নারায়ণ দেবনাথ, যার কমিক্সের ফ্যান, তার সাথে একমলাটে এই আনকোরা ছেলেটা।
তারপর একে একে, তথ্যকেন্দ্র, উত্তরবঙ্গ সংবাদ, আজকাল ইত্যাদি। শারদাঞ্জলী পূজাবার্ষিকী।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়, অনীশ দেব যাদের লেখা ছোটো থেকে গোগ্রাসে গিলেছি, যাদের লেখা পড়ার জন্য মুখিয়ে থাকতাম, তাদের সাথে একমলাটে লেখা প্রকাশ পেলো অবশেষে।
শেষে ২০১৮ সালে প্রথম দুটো কবিতার বই প্রকাশ পেলো। খুব একটা ভালো চলেনি। আবার একবছরের গ্যাপ। নিজেকে আরো পোক্তভাবে তৈরি করার চেষ্টা করলাম। আবার ক্রিজে নামলাম ২০২০ সালে। তিনজন লেখকের থ্রিলার সংকলন “ক্লাইম্যাক্স”… প্রথম এডিশন কয়েক মাসের মধ্যে নিঃশেষ।
এবার নিয়ে এসেছি “বৃষ্টি নামের মেয়ে (Brishti Namer Meye)” আমার পরের দিকের সমস্ত কবিতার সংকলন দুই মলাটে। আসছে লাফালাফি প্রকাশনীর হাত ধরে। আশা করছি এই বইটাও আপনারা ভালোবেসে আপন করে নেবেন।
__________________
বাকি তথ্য জানতে হলে: F.A.Q